#IT_FIESTA_2024
#Presented_By_CUSS
#Project_Showcasing
✨চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত ১৭ই নভেম্বর, ২০২৪ইং প্রথমবারের মতো Chittagong University Scientific Society (CUSS) আয়োজন করেছিল সকলের প্রত্যাশিত IT Fiesta 2024। সারাদেশের বিভিন্ন সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছিল আমাদের ইভেন্টটি।
🌟এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল "Project Showcasing" শীর্ষক সেগমেন্টটি। প্রায় ২২ টি দলের প্রতিযোগী বন্ধুদের সাথে লড়াই করে সেরাদের সেরা নির্বাচিত হয়েছেন:
🥇১ম স্থান:
💠 রাকিব হাসান,
💠 সুদীপা সাহা ও
💠 মাহারিন আফরোজ।
🥈২য় স্থান:
💠 রূপান্তর দে ও
💠 অজয় সূত্রধর।
CUSS sparks synergy between science and society, founded in 2018. Committed to progress, awards, and collaboration, we champion multidisciplinary initiatives. Join active members shaping a better future. Igniting change, earning accolades – CUSS is the catalyst for transformative impact.
University of Chittagong,
Chittagong, Bangladesh
cuss.cu.bd@gmail.com
+880 1521 527 569